ঢাকা, রবিবার, মে ০৫, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

টেক্সাসে বন্দুক হামলায় নিহত পাকিস্তানী ছাত্রীর জানাজা

স্টাফোর্ড (যুক্তরাষ্ট্র), ২১ মে, ২০১৮ (বাসস) : যুক্তরাষ্ট্রের টেক্সাসের উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি ভয়াবহ বন্দুক হামলায় ঘটনায় নিহত পাকিস্তানী ছাত্রীর জানাজা সম্পন্ন হয়েছে। ১৭ বছর বয়সী সাবিকা শেখ নামের ওই ছাত্রের জানাজায় হোস্টনের মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জানাজায় প্রায় ১ হাজার মুসুল্লি অংশ নেন। সাবিকার সম্মানে অনেক পাকিস্তানী বংশদ্ভুত ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পড়ে জানাজায় অংশ নেন। স্ট্যামফোর্ডের ইসলামিক সেন্টারে এই জানাজা অনুষ্ঠিত হয়।
নিকটস্থ ছোট শহর সান্তা ফে-তে ওই স্কুলটি অবস্থিত। ওই ঘটনায় ৮ শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়েছে।
জানাজায় ওই কিশোরীর নিকট আত্মীয়রাও অংশ নেন। খবর বার্তা সংস্থা এএফডপি’র।
তাদের একজন শাহিরা আর-বাসিদ জানান, সাবিকার আত্মীয়রা এই ঘটনায় সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছেন। দুঃখে তাদের হৃদয় ভরাক্রান্ত।
তিনি বলেন, ‘সাবিকার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। তারা কেঁদেই যাচ্ছেন।’
২৬ বছর বয়সী এই যুবতী আরো বলেন, ‘এই শোক আমাদের আজীবন বয়ে বেড়াতে হবে।’
জানাজায় সাবিকার কফিনটি পাকিস্তানের পতাকা দিয়ে মোড়া ছিল।
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চলতি সপ্তাহে সাবিকার বাড়ি ফেরার কথা ছিল।