ঢাকা, রবিবার, মে ০৫, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

বিএনপি-জামায়াত জোটের কারণেই দেশ এতোদিন পিছিয়ে ছিল : সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ২১ মে, ২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত জোটের কারণেই দেশ এতোদিন পিছিয়ে ছিল।
তিনি বলেন, ‘যে স্বপ্ন নিয়ে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে আকাঙ্খা নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন তা প্রায় ধুলায় মিশিয়ে দিতে বসেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ক্রমান্বয়ে জলে, স্থলে ও আকাশে সর্বত্রই অবস্থান লাভ করছে।’
মন্ত্রী আজ সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে পরিচালক ও ৩৬তম বিসিএস উত্তীর্ণ ও পিএসসি’র সুপারিশপ্রাপ্ত নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনকালে এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার পুর্বে ও পরের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে অনেক পার্থক্য। এই পার্থক্য আরো দ্রুত দৃশ্যমান হবে যদি এই সরকার আরেকবার ক্ষমতায় আসতে পারে।