ঢাকা, রবিবার, মে ০৫, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

মুক্তিযোদ্ধার অসম্মানজনক দাফনের বিরুদ্ধে ব্যবস্থা : মোজাম্মেল হক

ঢাকা, ২২ মে, ২০১৮ (বাসস) : পাবনার বেড়া উপজেলার এক মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকার স্থলে চাটাই দিয়ে মুড়িয়ে দাফনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি সোমবার বাসসকে বলেন, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার লাশ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের স্থলে চাটাই দিয়ে মুড়িয়ে দাফন করা হয়েছে। এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
মুক্তিযোদ্ধার এহেন অসম্মানজনক দাফনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।