ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

বানিয়াচংয়ের ১৫৬ পরিবারে বিদ্যুৎ সংযোগ

হবিগঞ্জ, ২২ মে, ২০১৮ (বাসস) : জেলার বানিয়াচং উপজেলায় নোয়াগাঁও গ্রামে ১৫৬টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আবু জাফর, পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এজেডএম উজ্জ¦ল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোফাচ্ছল হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য পারভীন আক্তার প্রমুখ।
ডিজিএম মো. আবু জাফর জানান, প্রায় ২ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ১৫৬টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মজিদ খান। এ সময় বিদ্যুৎ পেয়ে উল্লাস প্রকাশ করেন এলাকাবাসী।