ঢাকা, শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

নেপালে এভারেস্ট অভিযানের সহযোগিতাকারী শেরপাদের সংখ্যা হ্রাস পেয়েছে

এভারেস্ট বেস ক্যাম্প (নেপাল), ১৯ মে, ২০১৮ (বাসস ডেস্ক): এভারেস্ট অভিযানের সময় দক্ষ সহযোগী শেরপাদের সংখ্যা আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে।
হিমালয়ের পাদদেশে বসবাসরত শেরপা নৃ-গোষ্ঠী পাহাড়ের উঁচুতে মালামাল বহন করে নিতে সক্ষম।
খবর এএফপি’র।
শেরপারা স্বল্প অক্সিজেনে উঁচু পাহাড়ে চলাচল করতে সক্ষম এবং তারা হিমালয়ের ৮ হাজার ৮৪৮ মিটার উচু পর্বত আরোহীদের একমাত্র গাইড হিসাবে কাজ করে থাকে।
সাম্প্রতিক সময়ে হিমালয়ে পর্যটক ও আরোহীদের সংখ্যা বৃদ্ধি পেলেও দক্ষ শেরপার সংখ্যা বাড়েনি। এই পেশা ঝুঁকিপূর্ণ হওয়ায় শেরপাদের বর্তমান প্রজন্ম পড়াশুনা করে অন্য পেশায় চলে যাচ্ছে।