ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

ভিয়েতনামে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত, ২

হ্যানোয়, ২৪ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় থানহ হোয়া প্রদেশে বৃহস্পতিবার ভোরে একটি ট্রেন একটি পাথরবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনটির দুই চালক নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
এ ঘটনায় উত্তর-দক্ষিণের রেল চলাচল স্থগিত রয়েছে।
প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, ৪শ’র বেশি যাত্রীসহ ট্রেনটি রাজধানী হ্যানয় থেকে মধ্যাঞ্চলীয় দা নাং নগরীতে যাচ্ছিল। সংঘর্ষের পর ট্রেনটির চারটি ৬টি বগী লাইনচ্যুত হয়ে পরে।
দুর্ঘটনায় ট্রেনটির ৪২ বছর বয়সী চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা জানায়, রেল ক্রসিং বেরিয়ারের রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকা দুজন রেলওয়ে স্টাফ সে সময় সেখানে ছিল না। বেরিয়ারটি না থাকায় ট্রাকের চালক নিরাপদ মনে করে ট্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রেন ক্রসিং-এ ঢুকে পড়ে এবং ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।
দেশটির ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, জানুয়ারি থেকে এপ্রিলের ভেতরে ৬,০২০টি সড়ক দুর্ঘটনায় ২,৭৮৮ লোক নিহত ও ১,৫৭৬ জন গুরুতর আহত ও অপর ৩০৬০ লোক সামান্য আহত হয়।