ঢাকা, সোমবার, মে ০৬, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলে সংঘর্ষে নিহত ২২

ইয়াউন্ড, ২৭ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংখ্যালঘুদের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে। শনিবার দেশটির একজন বিরোধী দলীয় এমপি একথা জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে এটাই সর্বশেষ সহিংসতার ঘটনা। অঞ্চলটিতে ইংরেজি ভাষাভাষী সংখ্যালঘুরা অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে।
এই ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেনাবাহিনী তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে।
গ্রামবাসীরা জানিয়েছে, তারা অপরাধী।
এ মাসের গোড়ার দিকে ক্যামেরুনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্বাধীনতাকামী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সরকার অন্যায়ভাবে ওই এলাকার মানুষকে হত্যা ও নির্যাতন করছে বলে অভিযোগ করার পর এই সহিংসতা ঘটল।
সান্তায় ইংরেজিভাষী সংগঠন স্যোসাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) এর সদস্য এনজি তুমাসাং বলেন, ‘মেনকায় শুক্রবার সেনাবাহিনী ও অপরাধীদের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে।’
এ সেনা কর্মকর্তা নিশ্চত করেছেন যে এই ঘটনায় ‘বেশ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসী’ নিহত হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেক বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।