ঢাকা, মঙ্গলবার, মে ০৭, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

খাদ্য সহায়তা পাচ্ছেন রাঙ্গামাটির সাড়ে ১৯ হাজার জেলে

রাঙ্গামাটি, ২৫ মে, ২০১৮ (বাসস) : নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকায় খাদ্য সহায়তা পাচ্ছেন রাঙ্গামাটির ১৯ হাজার ৪৭৩ জেলে পরিবার। এ জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর ৩৮৯ টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
বরাদ্দপত্রে বলা হয়েছে, কাপ্তাই লেকে মাছ ধরা থেকে বিরত থাকা রাঙ্গামাটির আট উপজেলার ১৯ হাজার ৪৭৩ দুঃস্থ ও প্রকৃত জেলে পরিবারের জন্য প্রতিমাসে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। মে ও জুন মাসে এ খাদ্য সহায়তা দেয়া হবে।
রাঙ্গামাটি সদরের ৫ হাজার ৪৩, লংগদুতে ৬ হাজার ৫৪৩, বরকলে ২ হাজার ৯৫৭, বাঘাইছড়িতে এক হাজার ৭৪৩, জুরাছড়িতে ৪০৭, নানিয়ারচরে এক হাজার ৫১৯, কাপ্তাইয়ে ৬২৫ ও বিলাইছড়িতে ৬৩৬ জেলে পরিবার এ সহায়তা পাবে।
উল্লেখ্য, মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ মৌসুমে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ থাকে।