ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

নীলফারীতে এলজিইডি ৫ বছরে ১৩৫ প্রকল্প হাতে নিয়েছে

নীলফামারী, ২৭ মে, ২০১৮ (বাসস) : জেলায় ১০২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার টাকায় ১৩৫টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কার, বিভিন্ন স্থাপনা ও হাটবাজারের অবকাঠামো উন্নয়ন। প্রকল্প বাস্তবায়িত হবে আগামী ৫ বছরের মধ্যে।
নীলফামারী এলজিইডি সূত্র জানায়, আগামী ৫ বছরে জেলার বিভিন্ন উপজেলায় দপ্তরটির অধীনে ১৩৫টি প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সংস্কার, বিভিন্ন হাটবাজারের শেড নির্মাণ ও উন্নয়ন। এরমধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৫৭টি, ডোমারে ২৩টি, জেলা সদরে ৫২টি, সৈয়দপুরে ২টি, জলঢাকায় ১টি। এসব প্রকল্পে খরচ হবে কিশোরগঞ্জ উপজেলায় ৩৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার, ডোমারে ১৯ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার, জেলা সদরে ৩৭ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার , সৈয়দপুরে ৭ কোটি ৩৫ লাখ, জলঢাকায় ২ কোটি টাকা।
নীলফামারী এজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন বলেন, আগামী ৫ বছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য ওই পরিকল্পনা হাতে হয়েছে।