ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

অবসরের দ্বারপ্রান্তে বুফন

তুরিন, ১৭ মে, ২০১৮ (বাসস) : জুভেন্টাস ও ইতালির অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইজি বুফন অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বৃহস্পতিবার তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার এই অবসরের ঘোষনা দেবার কথা রয়েছে।
৪০ বছর বয়সী বুফন জুভেন্টাসের হয়ে সাতটি টানা সিরি-আ শিরোপা ছাড়াও চারটি টানা কোপা ইতালিয়া জিতেছেন। রোববার হেলাস ভেরোনার বিপক্ষে সিরি-আ লীগে সম্ভবত ক্যারিয়ারের শেষ ও ৬৪০তম ম্যাচ খেলতে মাঠে নামছেন বুফন।
বুফনের এজেন্ট সিলভানো মার্টিনা ইতালিয়ান গণমাধ্যমে বলেছেন, ‘কখনই আরেকজন গিগি আসবে না। আমি আর কিছু বলতে চাচ্ছিনা কারন এ সম্পর্কে সেই বলবে।’
ইতালিন জার্সি গায়ে সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলা বুফন আগামী ৪ জুন নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছেন।