ঢাকা, সোমবার, মে ০৬, ২০২৪

সংবাদ শিরোনাম 

জাতীয় সংবাদ : ডেসটিনি অবলুপ্তি প্রশ্নে হাইকোর্ট আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত   |   

একমাত্র লক্ষ্য ‘জয়’ নিয়ে রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে মেক্সিকো

লস এ্যাঞ্জেলস, ২৬ মে, ২০১৮(বাসস/এএফপি) : মেক্সিকো ডিফেন্ডার হেক্টর মোরেনো বলেছেন, স্পষ্ট উদ্দেশ্য ফাইনালে পৌঁছা এবং শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে তার দল।
আগামী সোমবার প্যাসাডেনার রোজ বোলে ওয়েলসের বিপক্ষে মেক্সিকোর প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে রিয়াল সোসিয়েদাদের এ ডিফেন্ডার বলেন, ‘জয়ের উদ্দেশ্যেই আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা জানি আমরা ফেবারিট নই। মেক্সিকো চ্যাম্পিয়ন হবে কেউ সেটা ভাবছে না আমরা জানি। আমি মনে করি মেক্সিকো দল প্রস্তুত।’
চলতি মাসে কোচ হুয়ান কার্লোস ওসোরিও কর্তৃক বিশ্বকাপের জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলের সদস্য ৩০ বছর বয়সী মোরেনো।
দক্ষিণ আফ্রিকা ২০১০ এবং ২০১৪ ব্রাজিল আসরের পর তৃতীয় বিশ্বকাপে খেলার আশা করছেন তিনি।
গত ছয় বিশ্বকাপে শেষ ১৬ থেকে বিদায় নিলেও রাশিয়া বিশ্ব্কাপে বিস্ময়কর কিছু ঘটানোর সম্ভাবনা দেখছেন কোচ ওসোরিও নিজেও।
ওসোরিও বলেন, ‘আমার বিশ্বাস আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি। একজন ক্রীড়াবিদ এবং মানুষ হিসেবে এটা বিশ্বাস করার অধিকার আমাদের আছে। কেননা এ জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের দলটা সব সময়ই জয়ের জন্য খেলবে।’
বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে মেক্সিকার প্রতিপক্ষ হিসেবে রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন।
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মেক্সিকো।
মোরেনো বলেন,‘ বড় দলগুলোর বিরুদ্ধে মেক্সিকো সব সময়ই ভাল খেলে।’